Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

ফি’লিস্তিনিদের সমর্থনে অভিনেতা সিয়াম

সিয়াম আহমেদ | ছবি: ফেসবুক

ফি’লিস্তিনের গা’জা উপত্যকায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত নারী-পুরুষ ও শিশু। সেখানে ই’সরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হা’মলায় অনিশ্চয়তার মুখে হাজার হাজার মানুষ। চলমান এই সংকটের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরব হতে দেখা গেছে বিনোদন অঙ্গনের অনেক তারকাকেই। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেতা সিয়াম আহমেদ।

সম্প্রতি সিয়ামকে দেখা গেছে ‘ফ্রি ফি’লিস্তিন’ লেখা ব্লেজার গায়ে জড়াতে। সাদা রঙের ব্লেজারের বুকের অংশের এক পাশে উড়ন্ত পাখির চিত্রের উপর লেখা ‘ফ্রি ফি’লিস্তিন’। ফি’লিস্তিনের পতাকার লাল-কালো-সবুজ রঙেই এই লেখাগুলো।

ব্লেজারটি গায়ে জড়িয়ে কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন সিয়াম। পোস্টের ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, “গণহ’ত্যার বিরুদ্ধে! ফি’লিস্তিনের সাথে সংহতি জানাচ্ছি।” ফেসবুকে ব্লেজারটি পরে ছবি পোস্টের পাশাপাশি একই বেশভূষায় সিয়াম হাজির হয়েছিলেন একটি অনলাইন অনুষ্ঠানেও। অভিনব এমন উপায়ে পাশে দাঁড়ানোয় অভিনেতাকে বাহবা জানাতে দেখা যাচ্ছে তার ভক্ত ও অনুরাগীসহ অনেককেই। এতে সিয়ামকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই।

ফি’লিস্তিনিদের সমর্থন প্রসঙ্গে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে, মানুষ হিসেবে যে কারোই তা দেখে খারাপ লাগার কথা। এই কারণে যেভাবে পারছেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।

জানা গেছে, সম্ভব হলে ফি’লিস্তিনিদের জন্য আর্থিকভাবে কিছু করার পরিকল্পনাও আছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবি সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয়…
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ

ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক জানিয়েছেন শাকিব খান

জাভেদের মৃত্যুতে শাকিব খান আজ বুধবার বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ…
ইলিয়াস জাভেদের মৃত্যুতে শোক

পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’- অভিনেতা জাভেদের নামে

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন দীর্ঘদিন ক্যানসার অসুস্থতায় থাকার পর আজ ২১ জানুয়ারি সকালে চলচ্চিত্র অভিনেতা…
পুরান ঢাকায় ‘জাভেদ মহল্লা’
0
Share