ফি’লিস্তিনের গা’জায় সংঘটিত ই’সরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। নিপীড়িত ফি’লিস্তিনিদের জন্য গাওয়া তার গানটির নাম ‘আমার নাম প্যালেস্টাইন’।
নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে গান গেয়ে ভিডিও পোস্ট করেছেন সায়ান। ভিডিওটির পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “প্যা’লেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালে’স্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই।“ এরপর তিনি ইংরেজিতে লিখেছেন, “ফি’লিস্তিন নিয়ে কথা কথা বলা বন্ধ করবেন না!”
একই পোস্টে সায়ান জানান ‘আমার নাম প্যালেস্টাইন’ গানটি খুব শীঘ্রই তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে। এই গানটির সংগীতায়োজনে আছেন শফিকুজ্জামান শাওন। আর গানের ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সায়ান গেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। জীবনমুখী গান গাওয়ার জন্য জনপ্রিয় এই সংগীতশিল্পী। এছাড়াও অনেকে তাকে প্রতিবাদী গানের শিল্পীও বলে থাকেন।