ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। তারা হলেন- চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান। এই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।
নতুন উপদেষ্টাদের পরিচিতি
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন জগতের এক সুপরিচিত নাম। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার অবস্থান নিতে দেখা গেছে তাকে। সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করার জন্য ইতিমধ্যেই নেটিজেনদের কাছে আস্থার এক নাম হয়ে উঠেছেন তিনি। তার এই রাজনৈতিক অবস্থান তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগের সম্ভাবনা তৈরি করেছিল। ফলে নতুন উপদেষ্টাদের যোগদানের খবর জানার পর থেকেই অনেকেই এ পরিচালকের উপদেষ্টা হওয়া নিয়ে নানান জল্পনা-কল্পনা করছিলেন। অবশেষে তা বাস্তবে রূপ নিল।
এদিকে সেখ বশির উদ্দিন বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান এবং দেশের প্রধান শিল্পপতি পরিবারের একজন সদস্য।
আর মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামের বাসিন্দা মাহফুজ পড়ালেখা সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের কারণে অনেকেই সরকারের কাজের দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ার দাবি করেছেন এবং অভিযোগ তুলেছেন। এমনকি উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবিও তোলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক মহলে।
অতঃপর, নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের পর সরকারের কার্যক্রম আরো দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।