Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

প্রথমবারের মত মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি মডেল

প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন। আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি নাদিন একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত।

মঙ্গলবার ইনস্টাগ্রামের এক পোস্টে নাদিন লেখেন, ‘আমি সম্মানিত বোধ করছি যে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করবে ফিলিস্তিন।

আমি কেবল একটি খেতাব নিয়ে নয়, বরং একটি সত্য নিয়ে মিস ইউনিভার্স মঞ্চে পা রাখছি।’

এক বিবৃতিতে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, তারা নাদিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহী।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

নাদিন আরো লিখেন, ‘গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।’

ফিলিস্তিন নিয়ে তিনি আরো লিখেন, আমরা আমাদের দুঃখের চেয়েও শক্তিশালী – আমরা ধৈর্য, আমরা আশা এবং আমাদের ভিতর আমরা বয়ে চলেছি মাতৃভূমির স্পন্দন।‘  

উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবেন ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নীলা মার্কেটে হাঁস খেতে যাবেন অভিনেত্রী বর্ষা

সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে রাতে তিনি…

ছেলে নোয়াখালীর দেখে বিয়েতে রাজি ছিলেন না মুনমুন

এ বছর বিয়ে বিয়ে করেছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন…
0
Share