সোম্বার ১৪ জুলাই রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি ১ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘ভিকটিমরা খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়ের তেমনি আতঙ্কের।‘এমন ভয়েস ওভার দিয়ে শুরু হয়েছে ট্রেলার। এরপর খুন, আদালত, কান্না, প্রতিবন্ধী আলীর আর্তনাদ, অসহায়ত্ব, প্রতিশোধ মিলিয়ে ট্রেলারে দেওয়া হয়েছে ব্যাপক রহস্যের আভাস।
সিনেমার গল্প পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই–বোন আলী ও রশ্নিকে নিয়ে। বাক্প্রতিবন্ধী আলী নিজের সীমাবদ্ধতা নিয়েই পাহাড়ে গড়ে তোলে এক ছোট্ট জগৎ, যেখানে তার একমাত্র আশ্রয় তার ছোট বোন রশ্নি। রশ্নির স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করা, কিন্তু আলীর ভয় তাকে আটকে রাখে পাহাড়েই।
কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের আলাদা করে দেয় চিরতরের মতো। বাক্প্রতিবন্ধী আলী নেমে পড়ে এক দুর্মর সংগ্রামে—নিঃসঙ্গতা, অবিচার, নির্যাতনের ভেতরেও সে হার মানে না। অন্যদিকে রশ্নি থেমে যায় না—সে খোঁজে ভাইকে, অপেক্ষা করে, লড়াই করে।
ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মুখ্য চরিত্র আলী হিসেবে। বোন রশ্নি চরিত্রে আছেন মিলিতা মেহজাবিন অর্পা।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াত, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, ক্রিস্টানো তন্ময়, তাশিক নবীরা, মো. ইকবাল, মীর শহীদ ও মেঘ বাদশা।
সিনেমাটির পরিচালক বিপ্লব হায়দার। গত বছর ‘ভয়াল’ ছবি দিয়ে বড় পর্দায় নির্মাতার অভিষেক ঘটে। ‘আলী’ তার দ্বিতীয় সিনেমা।