চন্দ্রমুখী হয়ে ট্রেলারে সবাইকে তাক লাগিয়ে দিলেন কঙ্গনা রানাউত।
কঙ্গনা রানাউতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘চন্দ্রমুখী ২’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে।
৩ সেপ্টেম্বর প্রকাশিত ছবিটির তামিল ট্রেলার দুইদিনের ব্যবধানেই প্রায় ৫৮ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে ইউটিউবে। ছবিটির তেলুগু ট্রেলার ঠিক একই সময়ে দেখা হয়েছে প্রায় ৩০ লাখের বেশিবার।
লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত সিনেমাটিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ভেট্টিয়ান রাজার দরবারের নর্তকী চন্দ্রমুখী। ছবিটিতে ভেট্টিয়ান রাজার চরিত্রে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন রাঘব লরেন্স । সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।
রাঘব, কঙ্গনা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ভাদিভেলু, রাধিকা শরৎকুমার, লক্ষ্মী মেনন, সৃষ্টি ডাঙ্গে, মিঠুন শ্যাম, মহিমা নাম্বিয়ার, রাও রমেশ, বিঘ্নেশ, রবি মারিয়া, সুরেশ মেনন, টিএম কার্তিক, সুবিক্ষা কৃষ্ণানের মত তারকারা।
পি ভাসু পরিচালিত ছবিটি তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালম ও কন্নড় ভাষায় ১৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।
এর আগে ২০০৫ সালে মুক্তি পায় ‘চন্দ্রমুখী’ সিনেমাটি। রজনীকান্ত এবং জ্যোতিকা অভিনীত ১৯ কোটি রুপির বাজেটে নির্মিত চলচ্চিত্রটি প্রায় ৯০ কোটি রুপির ব্যবসা করে তাক লাগিয়ে দেয় সবাইকে।
তবে দর্শকের মনে আগের চন্দ্রমুখীর চেয়ে কঙ্গনা ভালো ছাপ রাখতে পারবে কিনা তা মুক্তির পরেই জানা যাবে।