সম্প্রতি ‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার শুটিং।
ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছে বায়োপিকে মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন শিল্পীর ভাগ্নে জাফর জ্যাকসন। সেখানে সাদাকালো ছবিতে মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রা ‘টো স্ট্যান্ডিং’ পোজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জাফারকে।
উল্লেখ্য, বায়োপিকটি পরিচালনা করছেন ‘দ্য ইকুয়ালাইজার’ ফ্র্যাঞ্চাইজি খ্যাত পরিচালক আঁতোয়া ফুকুয়া। তবে এখানে শিল্পীর জীবনের কোন কোন অংশকে দেখানো হবে, তা আপাতত আড়ালেই রেখেছেন ফুকুয়া।