অবশেষে ১০ আগস্ট মুক্তি পেল বহুল প্রতীক্ষিত জুনিয়র এনটিআর, সাইফ আলি খান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘দেভারা পার্ট-১’-এর ট্রেইলার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মুম্বাইয়ে ছবিটির কলাকুশলীদের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানে ছবিটির ট্রেলার লঞ্চ করা হয়।
কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে এমন এক গল্প দেখা গিয়েছে যা ‘সমুদ্রকে লাল করে’ দেয়। যেখানে সাইফের চরিত্র ও তার দলবল থাকে, যাদের মধ্যে ভয়ের কোনও স্থানই নেই। তবে জুনিয়র এনটিআরের চরিত্র আসতেই, বদলে যায় হিসেব। এনটিআরের চরিত্রকে পরাস্ত করার চেষ্টা করতে থাকে সাইফ, যে তাদের ভয় শিখিয়েছে। জাহ্নবীকে এক গ্রাম্য মহিলার চরিত্রে দেখানো হয়েছে, তিনি জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে রয়েছেন।
ধারণা করা হয়েছিল, জুনিয়র এনটিআরেরর ‘আরআরআর’এর মতোই ব্লকবাস্টার হিট হবে এই সিনেমা। তবে ‘দেভারা পার্ট ১’-এর ট্রেলার দেখে নেটিজেনরা বেশ হতাশ হওয়ায় ছবিটির হিট হওয়া নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।
ট্রেলার দেখে নেটিজেনদের একাংশ বলছে, একই পুরনো দক্ষিণী সিনেমার ফর্মুলা, নতুন বা উত্তেজনাপূর্ণ কিছু নেই। এটা দেখতে সিনেমাহলে টিকিট কাটার কোনো মানই হয় না। প্যান-ইন্ডিয়া রিলিজ নয়, ইউটিউব বা ওটিটি-র জন্য উপযুক্ত।’ কেউবা লিখেছেন, ‘আমার কাছে ‘দেভারা’র ট্রেলার একেবারেই ভালো লাগেনি। আমি এমনিতে লার্জার দ্যান লাইফ মুভি পছন্দ করি তবে এটি খুব অবাস্তব বলে মনে হয়েছে। সেই হাঙরের দৃশ্য তো একটা কৌতুক। তবে একটা জিনিস হল, সবাই এই সিনেমাটা নিয়ে কথা বলছে।’