মারা গেছেন ‘প্যারাসাইট’ খ্যাত কোরীয় অভিনেতা লি সং গিউন। ২৭ ডিসেম্বর ভোরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কে গাড়ির ভেতর থেকে তার লা”শ উদ্ধার করা হয়েছে।
অভিনেতার মৃ’’ত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে ইয়োনহাপ থেকে। ইয়োনহাপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা লি সং গিউনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। যা একটি সু’’ইসাইড নোট বলেই ধারণা করা হচ্ছে। এদিকে লি’র স্ত্রী জানান, অভিনেতা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি এই নোটটি পান।
জানা গেছে, মাদক ব্যবহার করার অভিযোগে তদন্তের অধীনে ছিলেন লি। তদন্তের মাঝেই মারা গেলেন তিনি। সম্প্রতি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন দক্ষিণ কোরিয়া সরকার। এই অবস্থান থেকে পার পাচ্ছেন না সেলিব্রিটি থেকে শুরু করে দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিও। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরভাবে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লি। ‘প্যারাসাইট’ ছাড়াও তার আরও উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’, ইত্যাদি।