Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫

পুরো বছরের স্মৃতিচারণ করলেন রাজীব

নির্মাতা আদনান আল রাজীব | ছবি: ফেসবুক

আর মাত্র তিনটা দিনের অপেক্ষা, এরপরেই নতুন বছরকে বরণ করবে বিশ্ব। চলতি বছরের একদম শেষে এসে অন্য সকলের মত নির্মাতা আদনান আল রাজীবও ফিরে দেখলেন তার ২০২৪ সাল!

২৯ ডিসেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আদনান আল রাজীব লিখেছেন, ‘বছরের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে, কত কিছুই না ঘটেছে এ বছর। জীবন আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে সত্যি করার পথ দেখিয়েছে। এ বছর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছি। পৃথিবীর সেরা মঞ্চে দাঁড়ানোর সেই মুহূর্তটা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন স্মৃতি বয়ে বেড়ানোর মতো আনন্দ হয়তো খুব কমই পাওয়া যায়। তারপর এলো কোক স্টুডিও। এই কাজ পরিচালনার অভিজ্ঞতাটাও অসাধারণ এবং ইউনিক। জীবনের সবচেয়ে বড় টিম নিয়ে কাজ করেছি, বিশাল সব সেটে শুট করেছি—আর দর্শকদের ভালোবাসায় ভরে যাওয়া সেই কাজ আমার জন্য বিশাল একটা অর্জন।’

বর্তমানে বহুল আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে নির্মাতা লেখেন, ‘এবার আসা যাক ‘প্রিয় মালতি’ প্রযোজনায়। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা আমরা বুকের সবটুকু ভালোবাসা দিয়ে বানিয়েছি। এটা নিয়ে আমরা সুন্দর সব ফেস্টিভ্যাল ট্রাভেল করলাম, আর শেষে বাংলাদেশে মুক্তি পেল। মুক্তির পর পাওয়া পজিটিভ সাড়ায় মনে হলো, আমাদের লক্ষ্য ছিল একদম সঠিক—মিডল ক্লাস টার্গেট অডিয়েন্সের কাছে সিনেমাটি ঠিকভাবে পৌঁছাতে পেরেছি।’

নির্মাতা রাজীব আরও লেখেন, ‘এছাড়াও কিছু দারুণ টিভি বিজ্ঞাপন বানানোর সুযোগ হয়েছে। পুরনোদের পাশাপাশি নতুন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গিয়ে বেশ কিছু বন্ধুত্ব গড়ে উঠেছে। জীবন চলার সাথে সাথে কর্মক্ষেত্রের এই বন্ধুত্বগুলো যে আস্তে আস্তে পরিবারের মতো হয়ে ওঠে, সেটা আরও গভীরভাবে অনুভব করেছি।’

গণমাধ্যমের সামনে আসার ব্যাপারে একটি মজার তথ্য ফাঁস করে নির্মাতা লেখেন, ‘সাংবাদিক আর মিডিয়ার সামনে আসতে আমি কখনোই স্বচ্ছন্দ ছিলাম না, কারণ আমি বরাবরই পিছনের মানুষ, পেছনেই থাকতে ভালো লাগে। কিন্তু প্রিয় মালতি মুক্তির সময় যখন তাদের সাথে মিশেছি, তখন বুঝেছি—তাদের বেশিরভাগই সত্যিই আমাদের সাহায্য করতে চায়। কাজটাকে ভালোবেসেই তারা এগিয়ে আসেন। বিষয়টা আমার কাছে সত্যিই বেশ ভালো লেগেছে। একজন ক্ষুদ্রমানের আর্টিস্ট হয়ে এত ধরনের কাজের এক্সপেরিয়েন্স করাটাও নিজের জন্য একটি বড় পাওয়া।’

সবশেষে আদনান আল রাজীব লেখেন, ‘এ বছর অনেক কিছু শিখিয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি ।জীবনটা আরও একটু সুন্দর হয়ে উঠেছে। নতুন বছরে নতুন স্বপ্ন আর পুরানো বন্ধুদের নিয়ে তুনভাবে পথচলার অপেক্ষায় আছি।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে

শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। আগামীকাল থেকে দেশটির বিভিন্ন…

আজ মুক্তি পাচ্ছে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’

আজ ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানভীর হাসানের সিনেমা ‘মধ্যবিত্ত’। এটিই হতে যাচ্ছে এ বছরের প্রথম…

বিপ্লবে বিনোদনে ২০২৪ সাল

২০২৪ সাল গুরুত্বপূর্ণ একটি বছর বাংলাদেশের বিনোদনের জগতে। একদিকে বছর শুরুতেই হিট সিনেমার আনাগোণা, কনসার্ট আয়োজন,…
0
Share