Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

পুরনো বন্ধু গোয়ারিকরের ছেলের বিয়েতে শাহরুখ খান

পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকর ও নিয়তি কানাকিয়ার বিয়েতে হাজির ছিলেন শাহরুখ খান। সেই বিয়ের অনুষ্ঠান থেকে অভিনেতার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। গায়ে সাদা শার্ট, কালো ব্লেজার, ম্যাচিং টাই ও ট্রাউজার চোখে সানগ্লাসে অনবদ্য লুকে হাজির হয়েছিলেন শাহরুখ।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশকিছু ছবিতে কিং খানকে আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক ও বউমা নিয়তির সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। আরও একটি ভিডিওতে শাহরুখকে তার টিমের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে কিং খানকে আশুতোষ গোয়ারিকরকে আলিঙ্গন করতে দেখা যায়, শুভেচ্ছাও জানান।

পরিচালকের সঙ্গে কথা বলতে দেখা যায় বাদশাকে। এরপরই শাহরুখ অনুষ্ঠানে কোনার্ক ও নিয়তির সঙ্গে পোজও দেন। বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন সাদা শার্ট, কালো ব্লেজার, ম্যাচিং টাই ও ট্রাউজার। সঙ্গে সানগ্লাসও পরেছিলেন অভিনেতা। কাজের ক্ষেত্রে শাহরুখ আশুতোষ গোয়ারিকরের একাধিক ছবিতে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে চমৎকার (১৯৯২) এবং কাভি হাঁ কাভি না (১৯৯৪)। তবে তারও আগে কেরিয়ারের একদম শুরুতে ১৯৮৯ সালে আশুতোষের ‘সার্কাস’ ধারাবাহিকে আশুতোষের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন কিং খান। সেই সিরিয়ালে শাহরুখের মতো আশুতোষও ছিলেন অভিনেতা। এছাড়াও আশুতোষের সহ-রচিত, পরিচালিত এবং প্রযোজিত স্বদেশ (২০০৪) ছবির নায়কও ছিলেন বলিউড বাদশা।

আশুতোষের ছেলের বিয়ের অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন আমির খান, কিরণ রাও, গায়ত্রী ওবেরয়, জেনেলিয়া ডি’সুজা, রীতেশ দেশমুখ, বিদ্যা বালান এবং সিদ্ধার্থ রায় কাপুর। এছাড়াও ছিলেন সোনালি বেন্দ্রে, পূজা হেগড়ে এবং চাঙ্কি পাণ্ডে।

বলিউডের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হলেন আশুতোষ গোয়ারিকর। যিনি কিনা ‘স্বদেশ’, ‘লগান’ এবং ‘যোধা আকবর’ মতো পুরষ্কারপ্রাপ্ত ছবি উপহার দিয়েছেন। তার সাম্প্রতিক কালের ছবি হল ২০১৯ সাল মুক্তিপ্রাপ্ত ছবি ‘পানিপথ’, যেখানে অর্জুন কাপুর ও কৃতি শ্যানন অভিনয় করেছিলেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তাজমহলের ইতিহাস নিয়ে ‘প্রোপাগান্ডা’ সিনেমা ‘দ্য তাজ স্টোরি’

‘দ্য তাজ স্টোরি’ ভারতের বলিউডে আবারো মুঘল সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের সমাধি তাজমহল নিয়ে উঠেছে বিতর্ক। এই…
তাজমহলের ইতিহাস নিয়ে ‘প্রোপাগান্ডা’ সিনেমা ‘দ্য তাজ স্টোরি’

শুভর সাথে প্রেম ও ‘নূর’ সিনেমা নিয়ে যা জানালেন ঐশী  

শুভ ও ঐশীর ‘নূর’ সিনেমা চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে নিজের জায়গা সুসংহত করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।…
শুভর সাথে প্রেম ও ‘নূর’ সিনেমা নিয়ে যা জানালেন ঐশী

জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রভাসকে ঘিরে গুজব

প্রভাস নিরাপদে আছেন, আশ্বস্ত করলেন পরিচালক জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তোলপাড় গোটা বিশ্ব।  দেশজুড়ে…
ভূমিকম্পে প্রভাসকে ঘিরে গুজব

রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ

মাইলসের হামিন আহমেদের অভিযোগ এবার চিন্তা জাগানিয়া এক অভিযোগের কথা সামনে এনেছেন মাইলস ব্যান্ডের অন্যতম…
রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ
0
Share