Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

পিছিয়ে গেলো সিয়াম-বুবলী

‘জংলি’ পোস্টারে সিয়াম আহমেদ ও শবনম বুবলী | ছবি: গুগল

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘জংলি’ সিনেমা নিয়ে। ঈদে পর্দায় দেখা যাবে না প্রতীক্ষিত সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম।

মুক্তি না পাওয়ার কারণ হিসেবে এম রাহিম জানান, ‘টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। গত মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড়ের প্রভাবেও শুটিং বন্ধ রাখতে হয়।’

পরিচালক আরও জানান, ‘ঝড়ের কবলে পড়ে পুরো একটি সেট ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি দেয়া সম্ভব হবে না এই ঈদে। আর কোয়ালিটিতে ছাড় দেয়া উচিত হবে না।’

এম রাহিম ‘জংলি’ মুক্তির কারণ হিসেবে সময় স্বল্পতার কথা বললেও অনেকেই মনে করছেন ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার দাপটে ছবিটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে পরিচালকের ভিন্ন মত। তিনি বলেন, ‘তুফান আর জংলি এক ঘরানার সিনেমা নয়। তুফান আসবে– এটি জেনে বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম সিনেমা মুক্তির। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরেফিরে তো একই টিম আমরা।’

এছাড়াও দলবল নিয়ে ‘তুফান’ দেখতে যাবেন বলে জানিয়েছেন রাহিম।

উল্লেখ্য যে, ‘জংলি’ সিনেমায় প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলীকে। এতে আরও থাকছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। তাছাড়া সিনেমাটির চারটি গানের সুর ও সংগীত আয়োজনে রয়েছেন প্রিন্স মাহমুদ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন করলেন বুবলী

জন্মদিনে প্রবীণদের উপহার দিলেন বুবলী ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান…

এই সপ্তাহে দেখুন ৪টি তামিল ওটিটি রিলিজ

তামিল ওটিটি দুনিয়ায় জমজমাট আয়োজন এই সপ্তাহে থাকছে তামিল ওটিটি দুনিয়ায় জমজমাট আয়োজন। একসঙ্গে মুক্তি পাচ্ছে…
এই সপ্তাহে দেখুন ৪টি তামিল ওটিটি রিলিজ

মিস ইউনিভার্স আসরকে আবেগে-ইতিহাসে ভাসালেন ফিলিস্তিনী নাদিন

ফিলিস্তিনী নাদিন আইয়ুব এবারের ৭৪তম মিস ইউনিভার্সে প্রথমবারের মতো অংশ নিয়েছে ফিলিস্তিন। ১২০ জন প্রতিযোগির সাথে…
মিস ইউনিভার্স আসরকে আবেগে-ইতিহাসে ভাসালেন ফিলিস্তিনী নাদিন

ঐশ্বরিয়া মিস ওয়ার্ল্ড জিতেছিলেন যেই প্রশ্নের উত্তরে

২১ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মাত্র ২১ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন…
ঐশ্বরিয়া মিস ওয়ার্ল্ড জিতেছিলেন যেই প্রশ্নের উত্তরে
0
Share