সেলিব্রেটি ক্রিকেট লীগের মান অভিমান মাঠে রেখেই পাশাপাশি বসলেন তারকারা। সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন মিডিয়াপাড়ার পরিচিত মুখেরা। ছিলেন পরিচালক দীপঙ্কর দীপন, মোস্তফা কামাল রাজও। যাদের মাঝেই মান অভিমান ও পরের অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা ঘটে খেলার মাঠে।
সেখানে উপস্থিত ছিলেন আরেক নায়ক, যার ব্যাটিং দেখে মুগ্ধ দর্শকরাও, সেই সায়মন সাদিকও। মাঠের অভিমান মাঠে রেখেই পাশাপাশি বসতে দেখা যায় রাজ ও সায়মনকে। একই সাথে গল্প ও ফটোসেশনও করতে দেখা গেছে তাদের ।
এদিকে আবারও শুরু হচ্ছে শেষ না হওয়া সেলিব্রেটি ক্রিকেট লীগ। সংশ্লিষ্টরা আশা করছেন, এবার সত্যিকারের আনন্দ নিয়ে শেষ হবে সেলিব্রেটিদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি।