২৮ আগস্ট ইতালির ভেনিসে বসেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর। বাংলাদেশ সময় রাত ১০টায় ইতালির ভেনিস লিদোতে পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্ডে পর্দা উঠবে উৎসবের।
ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী যেভেবা আলভেতি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাচ্ছেন তিনবার অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী ও প্রযোজক সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার।
উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যায়গা করে নিয়েছে –
- ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর ‘কুইয়ার’
- সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’
- হ্যালিনা রেজিনের ‘বেবি গার্ল’
- পাবলো লরেইনের ‘মারিয়া’
- স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার ‘দ্য রুম নেক্সট ডোর’
- টড ফিলিপস পরিচালিত ‘জোকার: ফলি আ ডিউ’
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান জুরি হিসেবে থাকছেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। বিচারক প্যানেলে থাকছেন চীনা অভিনেত্রী জ্যাং জিয়ি, মার্কিন পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে ও জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ।