নতুন বছরে মার্বেল-ডিসি ফ্যানদের অন্যতম প্রিয় ক্যারেক্টার, সুপারম্যান আসছে নতুন করে। ১৯ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে ‘সুপারম্যান’ সিনেমার ট্রেইলার। যা ভক্তদের আগ্রহের পারদ নিয়ে গেছে তুঙ্গে।
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। প্রকাশিত ট্রেইলারে দেখা যায় বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে।
ধারণা করা যাচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে। এরই মধ্যে ট্রেইলারটির ভিউ ছাড়িয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ভিউ!
এর আগে হেনরি ক্যাভিল ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও এর স্পিন-অফ সিনেমাগুলোয় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গান ও স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটও চরিত্রটিকে নিজের করে নিয়েছেন। ডিসি স্টুডিওর সাম্প্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ও ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমাগুলো উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। তবে সুপারম্যান সাফল্যের সম্ভাবনা রাখে।