১৩৮ বছর পরও জোড়া সাঁকোর ঠাকুর বাড়ি নিয়ে মানুষের অন্যতম আগ্রহের বিষয় কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত সম্পর্ক। এবার সেই গল্পই উঠে আসছে টেলিভিশনের পর্দায়। স্টার জলসার ‘রবির নতুন বউঠান’ ধারাবাহিকে উঠে আসবে রবীন্দ্রনাথ-কাদম্বরীর ছোট বেলার বন্ধুত্ব থেকে ঠাকুর বাড়ির মেঝো বউয়ের রহস্যময়ভাবে পরপারে চলে যাওয়ার গল্প।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘রবির নতুন বউঠান’ ধারাবাহিকের চরিত্র নির্বাচন এখনও হয়নি। এই পিরিয়ড ড্রামা লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। কাদম্বরী ও রবীন্দ্রনাথের সম্পর্ককে জড়িয়ে থাকা চিরকালীন বিতর্ক নয় বরং সে সময়ের সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্কগুলোকে তুলে ধরবার চেষ্টা করা হবে। তেমনটাই দাবি প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর।
জানা যায়, রবীন্দ্রনাথের শৈল্পিক সৃষ্টির মূল অনুপ্রেরণা ছিলেন তার বউঠান। তার সব লেখার প্রথম পাঠকও ছিল কাদম্বরী দেবী। ১৮৮৪ সালের ১৯ এপ্রিল, রবীন্দ্রনাথের বিয়ের ঠিক চার মাসের মাথায় আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কাদম্বরী দেবী। আশ্চার্যজনকভাবে এই মৃত্যু নিয়ে গণমাধ্যমের কোথাও লেখালেখিও হয় নি।