বিবাহ সম্পন্ন হয়েছে বলিউড তারকা পরিণীতি চোপড়া ও ভারতের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডার।
“শুরু হলো আমাদের চিরকাল”- তারা দুজনেই নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৫ সেপ্টেম্বর সকালে একই ক্যাপশন দিয়ে বিয়ের কিছু ছবি শেয়ার করেন। দুই তারকার ইংরেজিতে লেখা ক্যাপশনটি পাঠকদের জন্য বাংলায় তুলে ধরা হলো- “সকালের নাস্তার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জেনে যায়। অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। শুরু হলো আমাদের চিরকাল।“ পোস্টের লেখা শেষে তারা জুড়ে দেন ‘হার্ট’ ইমোটিকন।
পরিণীতি-রাঘবের বিয়ের ছবিগুলো যেন রুপকথার গল্প থেকে নেওয়া। স্নিগ্ধ পরিবেশে, স্নিগ্ধ রঙয়ের পোশাকে আনন্দে আত্মহারা বর-কনে। পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হতে মালাবদল করে সাত পাকে বাঁধা পড়েছেন তারা। বিয়ের সাজপোশাকের মাঝে পরিণীতির ওড়নায় লেখা রাঘবের নাম নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের।
উল্লেখ্য যে, ২৪ সেপ্টেম্বর পরিবার, আত্মীয় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির। এই বছরই ১৩ মে বাগদান সম্পন্ন হয় তাদের।