কখনো মাছ ব্যবসায়ী রূপে, কখনো আবার শহরের চিরায়িত টমবয় রূপে- চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী সাবিলা নূরকে অনেক রূপেই পর্দায় পেয়েছেন দর্শকরা। এরপরও প্রত্যেক চরিত্রেই তিনি যেন নিজেকেই ছাপিয়ে ধরা দেন সম্পূর্ণ নতুনভাবে। আরও একবার নতুন রূপে দেখা দিয়ে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাবিলার দুটি স্থিরচিত্র। ছবি দুটি প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিজেই। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ঝাড়ু হাতে বিষণ্ণতায় ভরা চেহারায় দাঁড়িয়ে আছেন সাবিলা। পেছনে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন আরও একজন। তিনি হলেন অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ।
তারপর ৪ নভেম্বর প্রকাশিত ছবিটিতে সাবিলাকে দেখা গেছে ময়লা জামা-কাপড়ে ফুটপাতে থালা নিয়ে বসে থাকতে। অভিনেত্রীর মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল। এ ছবিতেও তার চোখে-মুখে বিষণ্ণতা। প্রথমে দেখে বোঝা মুশকিল ছবিটিতে যিনি আছেন, তিনি স্বয়ং সাবিলা নূর!
মূলত ‘দূষিত এ শহরে’ শিরোনামের একটি নাটকে এবার ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মী রূপে ধরা দিতে যাচ্ছেন সাবিলা। একারণেই এমন লুক প্রকাশ্যে এনেছেন তিনি। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই।
জানা গেছে, ‘দূষিত এ শহরে’ নাটকের মাধ্যমে একজন নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রামের গল্প তুলে ধরা হবে। আহমেদ তাওকীরের লেখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এখানে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।
সাবিলা ও সুদীপ ছাড়াও ‘দূষিত এ শহরে’ নাটকে আরও রয়েছেন সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি। খুব শীঘ্রই নাটকটি প্রচার করা হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।