কালজয়ী গান ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ গানের লেখক লোকসংগীতশিল্পী রতন কাহার পাচ্ছেন ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার।
২৫ জানুয়ারি রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ‘পদ্ম’ পুরস্কারের জন্য মনোনীত ১৩২জন বিশিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের ১১০জন পদ্মশ্রী সম্মাননা প্রাপ্তদের
একজন ভারতের বীরভূমের লোকসংগীতশিল্পী রতন কাহার। তার ৮৮ বছরের জীবনে প্রথমবার তার কাজের যথাযথ সম্মান পেলেন এই গুণী শিল্পী।
পদ্মশ্রী পুরস্কারের মত সম্মান পেয়ে আবেগাপ্লুত এই শিল্পী জানান, “আমি খুব আনন্দিত ও গর্বিত। কারন পদ্মশ্রী পদক পাওয়া আগে আমি সাধারণ মানুষ ছাড়া সেই ভাবে কারো কাছে সম্মান পাননি।”
র্যাপার বাদশার তার গানের রিমেক নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে রতন কাহার বলেন, “বাদশা খুবই ভালো লোক। উনিই আমায় ৫ লাখ টাকা দিয়েছিলেন। গানের জগতে এতদিন আছি,আমার কাছে অনেকেই অনেক কিছু নিয়েছেন, অনেকেই দাম দেননি।
আমার গান নিয়েই অনেকে আজ বড় মাপের শিল্পী হয়েছেন। তবে বাদশা সত্যিই অমায়িক। উনি সবটা জেনে পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় বিতর্ক হয়েছিল বলেই হয়ত আজ আমার নামটা ছড়িয়েছে। যদিও বাদশার সাথে আমার বহুদিন যোগাযোগ নেই।”
উল্লেখ্য, চলতি বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি পদ্ম সম্মানের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন।