Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ৬, ২০২৪

নীরবে মঞ্চ ছাড়লেন শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল । ছবি: গুগল

কনসার্টটি হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে। কলকাতার সার্বিক অবস্থা বিবেচনা করে ১৯ অক্টোবর কলকাতার মঞ্চে ফিরে এলেন শ্রেয়া ঘোষাল। দীর্ঘদিন পর পারফর্ম করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সাম্প্রতিক সময়ে সুনিধি চৌহানের সাথে দ্বৈত কণ্ঠে ‘ছ্যালা ও মেরা ছ্যালা’ গেয়ে শ্রোতার প্লে-লিস্ট সরগরম রাখছেন তিনি। এবার উত্তাপ ছড়ালেন কলকাতার মঞ্চে। সুর দিয়ে তো বটেই। তবে সেই সুরে আর শব্দে ছিল প্রতিবাদ।

সাধারণত নিজস্ব কনসার্টে শ্রেয়া ভুলভুলাইয়া সিনেমার ‘আমি যে তোমার’ দিয়ে পারফরম্যান্স শেষ করেন সবসময়। এবার দেখা গেল ভিন্ন কিছু। এই গানটির পর তিনি একটু সময় নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি এখন যে গানটি করবো, সেটি শুনবেন। প্লিজ শেষ হবার পর কেউ তালি বাজাবেন না। কেমন?’

শ্রেয়া ঘোষাল । ছবি: গুগল

বলেই তিনি শুরু করেন, ‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সূপ্তি’ / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে…’।

মূলত অরিজিৎ সিংয়ের পর প্রকাশ্যে গানে গানে আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করলেন শ্রেয়া ঘোষাল। গানে গানে তিনি যেন তার অবস্থান জানিয়ে দিলেন। আর তার অনুরোধ অনুযায়ী, আসলেই গানটির পর কোনও হাতে তালির শব্দ পাওয়া যায়নি। বরং শ্লোগানে মুখর হয় ভেন্যু। সকলে বলে উঠেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়িকার এই পারফরম্যান্স। গানটি শেষ করে তিনি মঞ্চ ত্যাগ করেন। মঞ্চের বাতি নিভিয়ে দেওয়া হয়।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ‘কলকাতার বুকে যে বর্বর এবং পাশবিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। আমি একজন নারী হয়ে মেয়েটার সঙ্গে যে আচরণ করা হয়েছে, যে বর্বরতার শিকার হয়েছে সে, সেটা ভাবলেই যেন শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে। তাই ব্যথিত হৃদয় এবং অত্যন্ত মনোকষ্ট নিয়ে জানাচ্ছি যে আমি এবং ইশক এফএম আমাদের কনসার্ট শ্রেয়া ঘোষাল লাইভ, অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট পিছিয়ে দিচ্ছি। এই কনসার্ট অক্টোবর মাসে হবে।’

উল্লেখ্য, তিলোত্তমা-হত্যাকাণ্ড শিরোনামে বর্তমানে পরিচিত আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ৯ আগস্ট থেকে বিচারের দাবিতে লাগাতার অনশন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সাথে আছেন তাদের মিডিয়াপাড়ার অনেকেই। যাদের মাঝে অন্যতম শ্রীলেখা মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গজল ঘরানার গান নিয়ে আসলেন বাপ্পা মজুমদার  

গজল আঙ্গিকের বাংলা গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গায়কের নতুন এই প্রজেক্টের নাম ‘অনুভব’।…

তৃপ্তিকে অশালীন মন্তব্য করে কটাক্ষের মুখে সুনীল গ্রোভার 

রবি ঠাকুরের ‘একলা চলো’ গান নিয়ে বিতর্কের শেষ না হতেই ফের কটাক্ষের মুখে দ্য কপিল শর্মা শো। এবার অন ক্যামেরা…
Exit mobile version