Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৫, ২০২৫

নীরবে বিদায় নিলেন লোকশিল্পের জাদুঘর সুষমা দাশ

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ। ২৬ শে মার্চ বুধবার বিকাল ৫টার দিকে সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

লোকশিল্পী সুষমা দাশ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। বাসায়ই তার চিকিৎসা চলছিল।

১৯২৯ সালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্ম সুষমা দাশের। তার বাবা প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ। ছয় ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাই সঙ্গীতজ্ঞ ও লোকসঙ্গীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশকে ২০১৪ সালে একুশে পদক দেওয়া হয়। 

সুষমা দাশের বিয়ের পর তিনি গ্রামীণ মেয়েলি আসরে ধামাইল, কবিগান ও বাউল গানের পাশাপাশি হরি জাগরণের গান, গোপিনী কীর্তন, বিয়ের গানসহ ভাটি অঞ্চলে প্রচলিত লোকজ ধারার সকল অঙ্গনের গান গেয়ে এলাকায় একজন নন্দিত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

সুষমা দাসের লোকগান সংগ্রহের ছিল এক বিরাট অবদান। নৌকার মাঝি, পথেঘাটে যখনই কোনো গান শুনে ভালো লাগত, তা সংগ্রহ করা ছিল তার আরেকটি মহৎ গুণ। যা নেশার মতো কাজ করতো। এভাবে তিনি প্রায় চারশ লোক কবির গান সংগ্রহ করেন।

প্রচলিত আছে সুষমা দাসের প্রায় ২০০০ লোকগান মুখস্ত ছিল। তার গাওয়া প্রাচীন ২২৯টি গান, জীবনী, স্বাক্ষাৎকার নিয়ে আজিমুল রাজা চৌধুরী ‘সুষমা দাশ ও প্রাচীন লোকগীতি’ নামে একটি বই ২০২০ সালের মার্চে প্রকাশ করেন। এটিই তাকে এবং তার গান নিয়ে রচিত প্রথম বই। প্রাচীন প্রায় লোকবিদের গান করেছেন সুষমা দাশ। যেমন সৈয়দ শাহনূর, শিতালং ফকির,দ্বীন ভবানন্দ, কালা শাহ, লালন সাই, আরকুম শাহ, হাসন রাজা, রাধা রমন, মদনমোহন, উকিল মুন্সী, জালাল খাঁ, দ্বীনহীন, অধরচান, রামজয় সরকার, শ্যামসুন্দর, দুর্গাপ্রসাদ, রসিক লাল দাশ, কামাল পাশা, দুর্বিন শাহ, শাহ আবদুল করিম, গিয়াস উদ্দিন প্রমুখ।

তিনি সাধারণত যে ধারার গান গেয়ে তাকেন তা হলো পল্লীগান, কবিগান, লোকগান, হোরিগান, ঘাটুগান, ধামাইল, সূর্যব্রত, পালাগান, কীর্তন, মনসা, গোষ্ঠলীলা, সুবল মিলন, বাউলা, ভাটিয়ালী, পীর মুর্শিদি ইত্যাদি। এছাড়াও গুষট, বাল্যলিলা, রাখালবনের খেলা, বকবধ, কালিদয়, মুক্তালতাবলী, ইত্যাদি বিভিন্ন সময় পরিবেশন করেন তিনি।

লোকসংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ৫ জুন ২০১৬ সিলেট জেলা শিল্পকলা একাডেমি হতে গুণীজন সম্মাননা-২০১৫ লাভ করেন। লোকসঙ্গীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সংস্কৃতি অঙ্গনে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

“এক মিনিট ইন্টারনেট ব্ল‍্যাক আউট” কর্মসূচি বাতিল

জুলাই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ’ নামে মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনের সিদ্ধান্ত নেয়…

ঢাকার সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে আসছে শাকিব খান  

‘ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে বড় পর্দার যাত্রা শুরু করতে যাচ্ছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ঢাকার…

জন্মদিনে জেনে নেয়া যাক টম ক্রুজের সিনেমার পথচলা

১৯৬২ সালের ৩ জুলাই নিউইয়র্কের সিরাকিউজে জন্মগ্রহণ করেন টম ক্রুজ। টম ক্রুজের আসল নাম টমাস ক্রুজ ম্যাপোদার…

নতুন শহরে ঘর বাঁধছেন দেব-রুক্মিণী জুটি

দেব-রুক্মিণী জুটিকে ঘিরে গুঞ্জন ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের নানান…
Exit mobile version