২৩ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। নির্মাতার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার কন্যা, পিয়া বেনেগাল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে নির্মাতা শ্যাম বেনেগাল কন্যা বলেছেন, ‘বাবা আজ (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। বার্ধক্যজনিত কারণ ও কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয় তার। মুম্বাইয়ের ওয়কহার্ট হাসপাতালে দীর্ঘদিন ধরেই ক্রনিক কিডনি রোগের কারণ চিকিৎসাধীন ছিলেন বাবা।’
মৃত্যুর কিছুদিন আগেই গত ১৪ ডিসেম্বর নিজের জন্মদিন পরিবার ও বন্দুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন গুণী নির্মাতা শ্যাম বেনেগাল। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খরবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর ও অতুল তিওয়ারি। ছিলেন শশী কাপুরের পুত্র কুণাল কাপুরও।
উল্লেখ্য, ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ চলচ্চিত্র দিয়ে পরিচালনার যাত্রা শুরু করেন শ্যাম বেনেগাল। সত্তর থেকে আশি দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হতো তাকে। নির্মাতার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ ইত্যাদি। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে এই নির্মাতার ঝুলিতে।