১৩ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির বাবা, সিরাজ উদ্দিন চৌধুরী।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুঃসংবাদটি নিশ্চিত করে অভিনেত্রী তমা মির্জা লেখেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’
আবেগঘন হয়ে তিনি আরও লিখেন, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’
শেষে তিনি লেখেন, ‘আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’
এর কিছু ঘন্টা আগে অভিনেত্রী আরেকটি ফেসবুক পোস্টে লেখেন, ‘রায়হান রাফির আব্বুর খুব ক্রিটিক্যাল কন্ডিশন, আঙ্কেল এখন লাইফ সাপোর্টে আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমাদের কাছে ওনাকে ফিরিয়ে দেন ।’
দীর্ঘ দিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন নির্মাতার বাবা। তার বার্ধক্যজনিত রোগের অবস্থা গত কয়েক মাসে আরও বেশি খারাপ হয়। শেষ মুহুর্ত পর্যন্ত তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।