১৫ ডিসেম্বর সকালে বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল। ৭৮ বছর বয়সে বার্ধক্যজনি কারণে তার মৃত্যু হয়ে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গুণী শিল্পীর অকাল প্রয়াতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লেখেন, “বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। অনুপ ঘোষালের প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
‘গুপী গাইন বাঘা বাইন’ ‘হীরক রাজার দেশে’র মতো ছবির গায়কের চলে যাওয়ায় শোকস্তব্ধ সংগীতাঙ্গন।