‘রকস্টার’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি জড়ালেন হত্যাকান্ডে। নিউইয়র্কের কুইন্সে সাবেক প্রেমিক এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী আনাস্তাসিয়া এটিনিকে খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
আলিয়া একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই গ্যারেজেই আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী আনাস্তাসিয়া এটিনির মৃত্যু হয় বলে ধারনা করা হয়। উক্ত ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন।
জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজের ওপর তলায় থাকতেন জ্যাকবস। আলিয়া ফাখরি গত ২ নভেম্বর ভোরে গ্যারেজে এসে তাকে লক্ষ্য করে ‘আজ সবাই মরবে’ বলে চিৎকার করেন। তার চিৎকার শুনে এক প্রত্যক্ষদর্শী বাইরে আসেন এবং দেখেন ভবনটি দাউ দাউ করে জ্বলছে।
ঘটনার সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন আনাস্তাসিয়া, জ্যাকবসকে বাঁচাতে আবার ভেতরে যান। কিন্তু কেউই নিরাপদে ভবন থেকে বের হতে পারেননি। মেলিন্ডা কাটজের অফিস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকবস এবং আনাস্তাসিয়ার শ্বাসনালি পুড়ে যায়, তাপজনিত কারণেই তারা মারা যান।
আলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, তাকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।