ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে করেছেন দর্শকদের মন জয়। আর সেই দর্শকদের ভালোবাসায় নাটকের ভিউ ইতিহাসে গড়লেন রেকর্ড।
সুমাইয়া হিমি এ পর্যন্ত ১০৯ টি নাটকে অভিনয় করেছেন। হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়ে সুমাইয়া হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
অভিনেতা লিখেছেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন’। আরেকজনের কথায়, হিমির এই সাফল্যের জন্য অভিনন্দন জানায়, ‘আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি।’
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।