Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
Your Image

নতুন স্বপ্ন দেখছেন মম

জাকিয়া বারী মম | ছবি: গুগল

রক্তঝরা জুলাই মাসে ছাত্র- জনতার পক্ষে সরব থাকার পর অভিনয় শিল্পী সংঘের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নতুন বাংলাদেশে এবার তিনি জানালেন নতুন স্বপ্ন দেখার কথা।

মম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের ছোট-বড় সবাইকে একত্র করেছে। একারণেই এখন নতুন স্বপ্ন দেখছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘দেশের অবস্থা কোন দিকে যাবে, তা এত তাড়াতাড়ি বলা যাবে না। কী হবে, দেখি। বড় একটা ঘটনা ঘটাল ছাত্ররা। এখন বড়রা মিলে কী করেন, দেখতে হবে তো। আশা করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাওয়া যাবে, পাচার হওয়া সব টাকা দেশে ফিরবে, ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে।’

জাকিয়া বারী মম | ছবি: ফেসবুক

এদিকে শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে মম বলেন, ‘আমি মনে করি সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়। শিল্পী তার শিল্পকর্মের কাজটা ঠিকমতো করবেন। এটাও ঠিক, মানুষ যখন কোনো রাষ্ট্রে বসবাস করেন, তিনি নিরপেক্ষও হতে পারেন না। কোনো না কোনো পক্ষের প্রতি তার সমর্থন থাকে। এটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবেন কে।’

কিছুদিন আগে নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়েছিলেন মম। এ অব্যাহতির মূল কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন দেশের প্রয়োজনে নীরব অবস্থানে ছিল সংগঠনটি।

প্রসঙ্গত, বাংলাদেশে আ’ন্দো’লনের কারণে একমাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সব ধরনের শুটিং। যার কারণে মমও এই সময়টুকু শুটিং করতে ক্যামেরার সামনে দাঁড়াননি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে আবারও শুটিং শুরু করবেন তিনি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেয়েকে নিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন দীপ-বীর

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এরপর সম্প্রতি…

নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ…

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’…
0
Share