কো’টা আ’ন্দো’লনের শুরু থেকেই শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন ওপার বাংলার সংগীতশিল্পী কবির সুমন। গেল ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশ নিয়ে এবার ‘এ লড়াই মুক্তির গান’ শিরোনামের একটি গান লিখলেন তিনি।
৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার অব্যাহতির পর দেশজুড়ে তৈরি হয় ছাত্র-জনতার উল্লাস। দেশের মানুষ যেন এদিন পায় একটি নতুন বাংলাদেশ। ভাসতে থাকে স্বাধীনতার আনন্দে। সেই আনন্দ ভাগ করে নিতে সংগীতশিল্পী কবির সুমন গাইলেন নতুন বাংলাদেশের জন্য একটি গান। নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তায় খালি গলায় ‘এ লড়াই মুক্তির গান’ গেয়েছেন শিল্পী কবির। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মুক্তির এই আলো বাংলাদেশ জ্বালালো এ-লড়াই মুক্তির গান’ – কবীর সুমন ৫, ৮, ২৪ সকাল’
কবির সুমনের এ গান শুনে শিল্পীকে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা।
প্রসঙ্গত, বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে চোখ রাখছেন ওপারের অনেক তারকা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্রদের নানা কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেছেন। এবার এতে যোগ হলো নতুন মাত্রা। গান তৈরি করলেন কবির সুমন।