Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

নতুন গান ও সদস্যের বিদায় ঘোষণা দিল চিরকুট

চিরকুট ব্যান্ড | ছবি: ফেসবুক

‘জানা হলো না’ শিরোনামের নতুন গান এবং জাহিদ নিরবকে বিদায় জানিয়ে সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে ব্যান্ড চিরকুট। তথ্যটি নিশ্চিত করেছেন দলটির অন্যতম দুই সদস্য শারমীন সুলতানা সুমী ও পাভেল আরীন। জাহিদ নিরব ব্যান্ডটির কিবোর্ড প্লেয়ার ছিলেন।

২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। এ বিষয়ে সুমী বলেন, ‘নিরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা’। নতুন গান প্রসঙ্গে সুমী বলেন, ‘আমাদের ব্যান্ডের চতুর্থ অ্যালবামের কাজ করছিলাম। এরই ফাঁকে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ তৈরি হলো গানটা। মনে হলো শ্রোতাদের সঙ্গে শেয়ার করি।’

চিরকুট ব্যান্ড | ছবি: ফেসবুক

এর আগে ইমন চৌধুরীর না থাকার খবরটি প্রকাশ্যে আসে। প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ায় মনোযোগী হন পিন্টু ঘোষ।

শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু করেন চিরকুট। তাঁরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পথ চলতে চলতে এরপর অনেকে চলে যান, আবার অনেকে যুক্ত হন। এই আসা-যাওয়ার মধ্যে একজনই এখনো দলটা আগলে রেখেছেন, তিনি সুমী, চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য।

সদস্যদের আসা যাওয়ার বিষয়ে সুমী বলেন, ‘জীবন অথবা একটা ব্যান্ড সবার আদর্শ এবং উদ্দেশ্য এক হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তা প্রকাশিত হয়। আর সময়ই তখন ঠিক করে দেয়, কার সঙ্গে যাত্রাটা কতটুকু হবে। চিরকুট সেই দীর্ঘ যাত্রায় সম্মানের সঙ্গে এখানে আসা-থাকা-‍যাওয়া সবার অবদান শুভকামনার সঙ্গে স্বীকার করেছে, ভবিষ্যতেও করবে।’

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ—শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার), ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি–বোর্ড)।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version