২৯ মার্চ ‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যের থেকেই জোর গুঞ্জন চলছে যে ‘জংলি’ কোনও দক্ষিণ ভারতীয় সিনেমার নকল। এতদিন পর এসে এসব গুঞ্জনে জবাব দিলেন ছবির নির্মাতা এম রাহিম।
ফার্স্ট লুক পোস্টারে সিয়ামকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার সাথে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ লুক ও নানির ‘দাসারা’ লুকের অনেক মিল পেয়েছেন নেটিজেনরা। অভিনেতা সিয়াম আহমেদের অভিনয় যোগ্যতা নিয়েও কথা উঠিয়েছেন অনেকে।
এই প্রসঙ্গে নির্মাতা এম রাহিম স্পষ্ট দাবি করেছেন, ‘জংলি’ পুরোপুরি ইউনিক একটি গল্পে নির্মিত। সিনেমাটি কোনও ছবির রিমেক বা কপি নয়।’
নির্মাতা আরও জানিয়েছেন, ‘আমি সবসময় কমার্শিয়াল সিনেমায় বিশ্বাস করি। ‘জংলি’ পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সবই আছে। কোরবানির ঈদে দর্শকের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে ছবিটি।’
উল্লেখ্য, এরই মধ্যে শেষ হয়েছে ‘জংলি’র প্রায় ৫০ শতাংশের শুটিং। আজাদ খানের গল্পে সিনেমার মূল চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও শবনম বুবলীকে।