ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিথে’র সুর নকলের অভিযোগ উঠেছে নতুন মুক্তি প্রাপ্ত ‘দেভারা: পার্ট ১’ সিনেমার নতুন গান ‘ধীরে ধীরে’র উপর।
অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ও শিল্পা রাওয়ের গাওয়া গানটির সাথে অনেকেই ২০২১ সালের মাঝামাঝি সময়ে সিংহলি ভাষার ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের ভাইরাল গানটির সুরের মিল মেয়েছেন। যদিও ‘ধীরে ধীরে’গানটিতে জুনিয়র এনটিআর ও জাহ্নবীর রোমান্সসহ গানের দৃশ্যায়ন ও গ্রাফিকসের ব্যবহার প্রশংসা পেয়েছে দর্শকদের।
অভিযোগ প্রসঙ্গে ‘মানিকে মাগে হিথে’র সুরকার চমাথ সংগীত জানিয়েছেন, ‘সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের কাজ ভীষণ পছন্দ করি আমি। ‘ধীরে ধীরে’ গানটির সঙ্গে আমার যেই গানের মিল আছে, তা নিয়ে কোনো অভিযোগ নেই। উল্টো আমি কৃতজ্ঞ যে, আমার কাজ অনিরুদ্ধর মতো জনপ্রিয় সুরকারকে অনুপ্রাণিত করেছে।’
অন্যদিকে, দেভারা সিনেমার প্রযোজক নাগা ভামসি নকলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা কিছু মানুষের রটনা ছাড়া কিছুই নয়!
প্রসঙ্গত, দক্ষিণি তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তার সঙ্গে সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিছেয়েন জাহ্নবী। অবশেষে দক্ষিণি নির্মাতা করতালা শিবের নতুন সিনেমা ‘দেভারা: পার্ট ১’ দিয়ে জুনিয়র এনটিআরের সাথে কাজ করার স্বপ্ন পুরন হচ্ছে শ্রীদেবী কন্যার।