চলচ্চিত্র সম্মিলিত পরিষদের কিছু আপত্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ২৫ জানুয়ারি দেশে মুক্তি পায়নি ‘ফাইটার’।
এই প্রসঙ্গে অনন্য মামুন জানান, “তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি, কিন্তু এতে আপত্তি জানিয়েছে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ। তাদের কথা, এখন সিনেমা মুক্তি দিলে শুধু এই সপ্তাহেই চালাতে হবে, এরপর আবার মার্চ মাসে। ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাসে হিন্দি সিনেমা চালাতে দেবে না। এখন এক সপ্তাহের জন্য তো ভারতীয় প্রযোজক বাংলাদেশে তাদের সিনেমা রিলিজ দিবে না। সুতরাং, ‘ফাইটার’ দেশে মুক্তি দিচ্ছি না আমরা।”
এই ঘটনায় কিছুটা আক্ষেপ নিয়ে, ২৬ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “সিনেমার লোকজন একটু বেশি দেশ প্রেমিক! ৬০ টি সিনেমা হল এ হিন্দি ছবি চললে সমস্যা। কিন্তু ১০ কোটি টেলিভিশনে প্রতিদিন ৩০ টি হিন্দি সিনেমা দেখায় তাতে সমস্যা নেই।”
উল্লেখ্য, ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম ‘ফাইটার’। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় এসেছেন হৃতিক-দীপিকা।