ভাঙা হাতে প্লাস্টার করা অবস্থাতেই কান চলচ্চিত্র উৎসবে দ্যুতি ছড়িয়েছেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রিয় অভিনেত্রীর হাতে প্লাস্টার দেখে অন্তর্জালে তার ভক্ত ও অনুরাগীদের দেখা যায় চিন্তা প্রকাশ করতে। তবে এবার সেই চিন্তার অবসান ঘটাতেই জানা গেলো অভিনেত্রীর চিকিৎসা বিষয়ক তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, কান চলচ্চিত্র উৎসব শেষ হলেই ভারতে ফিরবেন ঐশ্বরিয়া। ১৪ মে শুরু হওয়া ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৫ মে। এরপর দেশে ফিরেই হাতের কবজির চিকিৎসার প্রস্তুতি নেবেন।
ঐশ্বরিয়ার একটি একটি ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কয়েকদিন আগে হাত ভাঙেন অভিনেত্রী। এমতাবস্থায় সম্পূর্ণ চিকিৎসা না করানোর সিদ্ধান্ত নেন তিনি। কেননা, নিজের পেশাদারিত্ব আর কান উৎসবে নিয়মিত অংশ নেয়ার ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন ‘দেবদাস’ খ্যাত এই নায়িকা। ফলে ফ্রান্সে উড়াল দেন তিনি। আর বরাবরের মত এসময় ঐশ্বরিয়ার সাথে ফ্রান্সে পাড়ি জমান তার একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনও।
প্রসঙ্গত, ঐশ্বরিয়া কান চলচ্চিত্র উৎসবে ডেব্যু করেছেন ২০০২ সালে। এরপর থেকে নিয়মিত তাকে দেখা যাচ্ছে উৎসবটির বিভিন্ন আসরে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম ঘটেনি। হাত ভেঙে যাওয়ার পরও পেশাদারিত্ব বজায় রেখেছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী।