Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ

সঞ্জয় লীলা বনশালি মনোমুগ্ধকর একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও সুরকার। তার পরিচালনার যাত্রা শুরু হয় খামোশি: দ্যা মিউজিক্যাল দিয়ে। পরবর্তীতে তিনি উপহার দিয়েছেন হাম দিল দে চুকে সনম (১৯৯৯), দেবদাস (২০০২), ব্ল্যাক (২০০৫) এবং বাজিরাও মাস্তানি (২০১৫) এর মত সিনেমা। এই প্রতিটি সিনেমা যেন জীবনের অনুভূতিকে পর্দায় অমর করে তুলেছে। ব্যবসায়িক সাফল্য এবং সমালোচকদের প্রশংসা দুই দিকেই তিনি নিজস্ব ছাপ রেখেছেন, চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল পরিচালক হিসেবে। সেই আলোচিত পরিচালক সঞ্জয় লীলা বনশালি বর্তমানে চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে। বনশালির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং খারাপ আচরণের। দেবদাসের পরিচালক বনশালির বিরুদ্ধে থানায় অভিযোগ । অভিযোগে শুধু পরিচালকই নয়, তার প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামও এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর অভিযোগ করেছেন, বনশালির নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ার-এ তিনি লাইন প্রোডিউসারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। সেই অনুযায়ী প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়েছিল।প্রতীক জানিয়েছেন, তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ চুক্তি বাতিল করা হয় এবং প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। অভিযোগে আরও বলা হয়েছে, প্রাপ্য পারিশ্রমিকও দেওয়া হয়নি।

আরও পড়ুন

‘হীরামান্ডি’র টিজারে কী দেখালেন বানসালি?

তবে শুধু এখানেই থেমে যায়নি ঘটনা। প্রতীক জানান, বনশালি ও তার টিমের সঙ্গে দেখা করতে গিয়েও তাকে অনুমতি দেওয়া হয়নি। উল্টো, অভিযোগে উল্লেখ আছে বনশালি ও প্রোডাকশন টিমের আচরণ ছিল যথেষ্ট খারাপ।প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ছবির সাফল্যের পর আবারও আলিয়া ভাট ও রণবীর কাপুর জুটি বাঁধছেন বনশালির লাভ অ্যান্ড ওয়ার-এ। সেই সঙ্গে ছবিতে থাকছেন ভিকি কৌশল। ইতিমধ্যেই আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা তৈরি হয়েছে।

দর্শকদের আগ্রহের মধ্যে এই অভিযোগ নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে বনশালি বা তার প্রোডাকশন হাউস এখনও পর্যন্ত কোনো মন্তব্য বা প্রকাশ্য বিবৃতি দেয়নি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমায় নিজ কণ্ঠেও গান গেয়েছেন সালমান শাহ

সিনেমায় নিজ কণ্ঠেও গান গেয়েছেন সালমান শাহ আজ (৬ সেপ্টেম্বর) ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী।…

‘বিবৃতি চাই না- মব সামলা’ সরকারকে নির্মাতা নিপুন

‘বিবৃতি চাই না- মব সামলা’ সরকারকে নির্মাতা নিপুন দেশের আলোচিত নির্মাতা আশফাক নিপুন আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে…

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত

সাবিনা ইয়াসমিনের প্রথম গানই জাতীয় সংগীত : ইতিহাস আর এক শিল্পীর শুরু বাংলা গান শুনলেই সাবিনা ইয়াসমিনের নাম চলে…

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট

হাজার কোটি ছাড়ালো রাজামৌলি-প্রিয়াঙ্কার নতুন ছবির বাজেট ভারতীয় সিনেমায় ব্লকবাস্টার নির্মাতা হিসেবে এস এস…
Exit mobile version