দুর্ঘটনার শিকার হলেন ঢাকাই সিনেমার একসময়ের তারকা অভিনেত্রী শাবনূর। মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন, হঠাৎ করেই পা মচকে রাস্তায় পড়ে যান এই অভিনেত্রী। জানা যায়, টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে। গত শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে শাবনূর বললেন, ‘ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে–চলতে গিয়ে মোবাইল দেখব না’।
দেশীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানান, তিনি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যান। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে যায়। ব্যথায় ওঠার মতো শক্তিও হারিয়ে ফেলেন। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান। জানতে পারেন, টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করান। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে।
অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে থাকেন শাবনূর। তবে সময়–সুযোগ পেলেই ঢাকায় আসেন।
গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। টানা ছয় দিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ।
ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিং শুরু হয়। ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন জানান, তারই পরিচালিত আরেকটি ছবি ‘এখনো ভালোবাসি’তেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায়, চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতেও অভিনয় করবেন এই অভিনেত্রী। তবে কবে থেকে শুরু হবে তা অনিশ্চিত।