শুটিংরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন। রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। সেখানে একটি ওয়েবফিল্মের শুটিং করছিলেন তিনজন। শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটে।
অপূর্ব ও ফারিনের অবস্থা গুরুতর নয়। তবে, সাইদুর রহমান পাভেলের আঘাত অল্প নয়। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই সম্পূর্ন সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার কাজে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।