নাট্যকার এবং অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুরকে এক পর্দায় নিয়ে আসছেন নির্মাতা অনিমেষ আইচ। একশ বছর পুরোনো গল্প নিয়ে বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দেখা দেবেন দুই জোড়া জমজ।
বিভূতিভুষন বন্দোপাধ্যায়ের আলোচিত অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে দীপ্ত প্লে-তে ওয়েবফিল্ম ‘মায়া’ নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সিনেমার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পহেলা বৈশাখে আসছে ওয়েব ফিল্ম মায়া। বিভূতি বাবুর ১ নং দিশি ভুতের গল্প দেখতে দীপ্ত প্লে এ্যাপে চোখ রাখুন। হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ।’
গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা অনিমেষ জানিয়েছেন, ‘গল্প অনেকেরই পড়া। চেনা গল্পেরই রসায়ন করেছি আমি। গেল শীতে মানিকগঞ্জের বানিয়াজুড়িতে শুট শেষ করেছি । আপাতত এতটুকুই বলার আছে।’
উল্লেখ্য, দিব্য-সৌম্য, টাপুর-টুপুর ছাড়াও ‘মায়া’ ওয়েবফিল্মে অভিনয় করেছেন বৃন্দাবন দাস, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ আরও অনেকেই।