বেশ কিছু দিন আগেই খবর মিলেছিল চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘দরদ’। ৭ জুলাই ‘তুফান’ ঝড়ের মাঝেই কলকাতা থেকে ‘দরদ’ নিয়ে নতুন তথ্য দিলেন নির্মাতা অনন্য মামুন।
৭ জুলাই, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাকিব খানের সাথে একটি স্থিরচিত্র শেয়ার করে নির্মাতা লেখেন, ‘দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে।সকল প্রোমোশন শুরু হবে জুলাইয়ের ১৫ থেকে। দেশের সাথে বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। আগামী দুই মাস দরদের প্রোমোশনে থাকবে নতুন কিছু। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে।’
শাকিবিয়ানদের জন্য বিশেষ আয়োজনের ব্যাখ্যা নির্মাতা দিয়েছিলেন ২৭ জুন করা সোশ্যাল মিডিয়া পোস্টে। যেখানে নালিতাবাড়ীর অন্তরা সিনেমা হলের মাটিতে বসে প্রিয় অভিনেতার সিনেমা দেখা এক ঝাঁক শাকিবিয়ানের একটি ছবি শেয়ার করে অনন্য মামুন লিখেছিলেন, ‘দরদের গান ও মুক্তি তারিখ ঘোষণার প্রধান অতিথি হিসাবে থাকবেন ২০০০ শাকিবিয়ান। কারন, একজন মানুষকে কতটুকু ভালোবাসালে মাটি বসে এত কষ্ট করে সিনেমা দেখে। পৃথিবীর আর কোন দেশে এমন উদাহরণ আছে কি না আমার জানা নেই। তাই শাকিবিয়ানরাই আমার প্রধান অতিথি।’
উল্লেখ্য, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে চলছে শাকিব খানের ‘তুফান’ ঝড়! নিজের প্রথম প্যানএশিয়ান সিনেমা ‘দরদ’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙ্গার পুরো প্রস্তুতি করছে শাকিব খান। সঙ্গী হিসেবে নির্মাতা মামুনসহ থাকছে পুরো ‘দরদ’ টিম।