‘দরদ’ সিনেমা নিয়ে ফের সংবাদের শীর্ষে পরিণত হলেন অনন্য মামুন।
৯ আগস্ট নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল ব্যবহার করে ‘দরদ’ সিনেমা নিয়ে একটি স্ট্যাটাস দেন পরিচালক।
নির্মাতার ভাষ্যমতে, ই-মেইলের মাধ্যমে ফয়সাল খানের সাথে অভিনয়ের ব্যাপারে কথা হয় তার। অভিনেতা ও তার ম্যানেজারের অনুমতি নিয়েই ‘দরদ’-এ তার অভিনয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন মামুন।
ফেসবুক স্ট্যাটাসটিতে তিনি আরও জানান,তার দ্বারা ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর নির্মাণের পর বাংলাদেশি তারকাদের নিয়ে দুই বাংলায় যৌথ প্রযোজনার ছবি নির্মাণের হিড়িক পড়ে যায়।
তার পরিবেশিত ‘অস্তিত্ব’ সিনেমাটি বিদেশের বাজারে মুক্তি পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে দাবী করেন মামুন। তিনি এও জানান, তার সংস্থা ‘অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট’ এর মাধ্যমে ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে এ দেশে হিন্দি সিনেমা পুনরায় আমদানির সূচনা হয়েছে। কথাগুলোর রেশ টেনেই মামুন বলেন, এক যোগে ৫ টি ভাষায় মুক্তির মাধ্যমে ‘দরদ’- এর মাধ্যমে নতুন কীর্তি সৃষ্টি করতে যাচ্ছেন তিনি।
নিজের ছবির বিরুদ্ধে হওয়া চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নির্মাতা জানান, সব বাধা পেরিয়ে সিনেমাটি মুক্তির জন্য কাজ করে যাবেন তিনি। আর সেজন্য সবাইকে অপেক্ষা করতে বলেন মামুন।
‘দরদ’ সিনেমা নিয়ে গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছেন অনন্য মামুন। সিনেমাটির কাস্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই গরম হয়েছিল মিডিয়াপাড়া। আমির খানের ভাইকে নিয়ে ছবিতে কাজ করানোর খবরে অনেক জলঘোলা হওয়ার পরেই ফেসবুকে স্ট্যাটাসটি দেন মামুন।
উল্লেখ্য, ১০ আগস্ট শাকিব খানের সাথে বিমানবন্দরে ফ্রেমবন্দী হন অনন্য মামুন।