Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

‘থ্রি ইডিয়েটস’- এর জনপ্রিয় অধ্যাপক অচ্যুত মারা গেছেন   

বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়েটস’-এ মেজাজি অধ্যাপকের চরিত্রে অভিনয় করা অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। তিনি সোমবার মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। কয়েক দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।  

চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে অচ্যুত পোতদার ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। অভিনয় করলেও বাস্তব জীবনেও তিনি শিক্ষকতা করেছেন। ছিলেন সেনাবাহিনীতেও।  

অচ্যুত পোতদারের মৃত্যুসংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষশ্রদ্ধা জানাচ্ছেন। সবার কাছেই তিনি ছিলেন এক নম্র, অমায়িক ব্যবহারকারী এবং বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতা।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘ভেন্টিলেটর’সহ বহু জনপ্রিয় ছবি। এ ছাড়া তাঁকে দেখা গেছে ‘ভূতনাথ’, ‘চমৎকার’, ‘ফেরারি কা সওয়ারি’, ‘দামিনী’তেও।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও ছিল অচ্যুত পোতদার জনপ্রিয়।

অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবনের পথ ছিল একেবারেই ভিন্ন। মধ্যপ্রদেশের রেওয়ার এক কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। পরে যোগ দেন ইন্ডিয়ান অয়েলে, সেখানে প্রায় ২৫ বছর উচ্চপদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি মঞ্চে অভিনয় শুরু করেছিলেন তিনি। তবে ৪৪ বছর বয়সে প্রথমবার বড় পর্দায় পা রাখেন এবং ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন।

অভিনয়ে দেরিতে আসা সত্ত্বেও দীর্ঘ চার দশকজুড়ে দর্শকের মনে দাগ কেটে গেছেন অচ্যুত পোতদার। তার সংলাপ, উপস্থিতি এবং অনন্য অভিনয়শৈলী তাঁকে করে তুলেছিল বলিউড ও মারাঠি ছবির এক অবিস্মরণীয় অভিনেতা।

 ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ ডায়ালগটি তার বেশ বিখ্যাত একটি ডায়ালগ।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রেম নয়, বিয়ের প্রস্তাব হলে ভেবে দেখবেন সাদিয়া আয়মান  

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। গেল ঈদে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ…

শাহরুখ পুত্রের সিরিজে প্রধান অভিনেত্রী সাহের বাম্বা

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ব্যাডস অফ বলিউডের মাধ্যমে পরিচালনায় অভিষেক করতে চলছেন। আসন্ন নেটফ্লিক্স সিরিজের…
0
Share