সদ্য নতুন বাসায় উঠেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কিন্তু নতুন অ্যাপার্টমেন্টে উঠার পরপরই থানায় যেতে হলো তাকে।
মূলত রমনা থানায় জিডি করেছেন আসিফ। কারণ তার আদরের বিড়াল পুম্বা হারিয়ে গেছে। পুম্বাকে কোথাও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে থানায় যেতে হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
২১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করে আসিফ লেখেন, ‘প্রচুর বৃষ্টিতে ভিজে মরে যাচ্ছিলো একটা বিড়ালছানা। ছোট ছেলে রুদ্র ছানাটাকে এসে বাসায় আশ্রয় দেয়, বাচ্চাটা পরে মারা যায় নিওমোনিয়ায়। এটা নিয়ে ছেলের মন খারাপ। পরে বাসার ঝর্ণা বুয়া রেললাইনের পাশ থেকে নিয়ে আসে আরেকটা বাচ্চা, নাম পুম্বা, বয়স চার।’
এরপর বড় ছেলে রণ’র বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা নিয়ে বর্ণনা করেন আসিফ যোগ করেন, ‘নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুইদিনের মাথায় চারবছরের পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো লাপাত্তা। দেশী হলেও পুম্বা সাইজে দেশী বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে আজ রমনা থানায় জিডি করতে হয়েছে।’
সবশেষে আসিফ লেখেন, ‘বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। ভালোবাসা অবিরাম।’
উল্লেখ্য যে, পুম্বা ১৮ মার্চ দুপুর ১২টার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ফিরে আসেনি। কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি বিড়ালটিকে। এদিকে পুম্বাকে ফিরে পেতে ২১ মার্চ বিকালে আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।