‘হীরামান্ডি’ সিরিজ নিয়ে গল্পের শেষ নেই। কখনো শারমিন সেগালকে নিয়ে ট্রল হচ্ছে, কখনো আসল হীরামান্ডি থেকে আপত্তির ঝড় বইছে। এর মাঝেই পাওয়া গেল আরেকটি গল্প।
সোনাক্ষী সিনহা নেতিবাচক চরিত্রে ঝড় তুললেও তার কোনও গানই ছিলনা। এদিকে মুজরা করার জন্য ছটফট করতে থাকা সোনার মুখ ফুটে শুধু বলতে বাকী- ‘আমিও নাচতে চাই’। ঠিক তখনই পরিচালক সঞ্জয় লীলা বানসালী জানান সোনার গান থাকবে বটে- তবে তা হবে জ্যাজটাইপ কোনও গান। এরপর সেই গানের স্টেপ নিয়ে অনুশীলনও করেন। এরপর তিন ঘণ্টা ধরে শুটও করেন। রাত বারোটা থেকে তিনটা অবধি শুট করার পার সঞ্জয় বলেন- নাহ জমছে না..
ফের তিনি নিজে পিস তৈরি করে মাত্র চার মিনিটে এক কাটে গানটির শুট করেন।
সোনা অর্থ্যাৎ সোনাক্ষী বলেন. ‘সম্ভবত এতো দ্রুত গান রেকর্ড করার এটাই একমাত্র ইতিহাস যা রচিত হলো সঞ্জয় লীলা বানসালীর সেটে।’
উল্লেখ্য, গানটির পরিকল্পনা আগে না থাকায় একেবারে পরেই গানটিকে সিরিজের সাথে সংযুক্ত করা হয়।