‘একমুঠো গান’, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানের শিল্পী ফাহমিদা নবী ফিরে আসছেন নতুন গানের আয়োজন নিয়ে। এবারের তার আয়োজনটা অনেকটাই ভিন্ন। কারণ তার এবারের আয়োজনে আছে নারীদের জয়জয়কার।
ফাহমিদা নবী চিত্রালীকে জানান, ‘এবার আমি নারী গীতিকারদের নিয়েই কাজ করেছি। সুর ও কণ্ঠ আমার।’
তিনি বলেন, ‘বাংলাদেশে গীতিকারদের মাঝে নারীদের খুঁজেই পাওয়া যায় না। এমন নয় যে খুব জেন্ডার নিয়ে কথা বলছি, কিন্তু আমার তো বিশ্বাস যে শব্দ চয়ন করতে পারে, তিনিই লেখক- কবি- গীতিকবি। সেখানে নারী বা পুরুষ নেই। তাই এবার একটু ভিন্ন রকম প্রচেষ্টা।’
মোট তিনটি গান তৈরি হয়ে গেছে বলে জানিয়েছেন ফাহমিদা নবী। সেগুলো হলো- এলা মাজিদের লেখা ‘কাছের মানুষ দূরে যায়’, হোসনে আরা জলির ‘জোনাকী ও জোনাকী’ এবং ফারজানা রহমানের ‘সেদিনও মুখর ছিল’। গানগুলোর ভিডিওচিত্র তৈরি করা হয়ে গেছে ইতিমধ্যেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন সজীব দাস ও শুভেন্দ্র দাস।
তিনি আশা করছেন, নিজের আর মেলোডিয়াস গানপ্রেমীদের মনের খোড়াক মেটাবে তার এই তিনটি গান।