১৭ ডিসেম্বর তাপস-মুন্নি নিয়ে অপু বিশ্বাসের ফেসবুকে শেয়ার করা ভিডিওর পর সেদিন ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সেই প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি পুলিশ হারুন অর রশিদ তার কার্যালয়ে ডাকেন অপু ও তাপস-মুন্নিকে।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তাপস জানান, “আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না। আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সে সমাধানের জন্য হারুন ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম।”
অপু বিশ্বাস বলেন, “হারুন ভাই আমাদের অভিভাবক। তাই আমরা উনার কাছে এসেছি। আমি সবাইকে সম্মান করি। তাপস ভাইয়ের সঙ্গে আমার আজ প্রথম দেখা, তবে এই জায়গায় দেখা হবে সেটা ভাবিনি। আমার ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু তাপস ভাই ভাবীকে আজ কাছাকাছি পেয়ে আমার ভালো লেগেছে। আমি সেই ভিডিও ডিলিট করে দেব।”