আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই তুমুল হৈচৈ শুরু হয়ে গেছে। চলছে ব্যাপক আলোচনা। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরকে।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে, ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিতে পারেন শরিফুল রাজ। এ ছাড়া এ তালিকায় নাম উঠে এসেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরীরও। তবে এদের কেউই সিনেমাটিতে থাকছেন না বলে জানা গেছে।
সিনেমাটির ফোরকাস্ট উন্মুক্ত হবার পর কেউ কেউ বলছিলেন, এতে অদৃশ্যভাবে আফরান নিশোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব গুঞ্জন যখন চাউর হয়ে উঠতে শুরু করে তখন (গত বৃহস্পতিবার) পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন, না, ধুর। আজাইরা মানুষজন এগুলো ছড়াচ্ছে।
এদিকে জানা গেছে, তারা কেউ না থাকলেও ‘তাণ্ডব’-এ ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। ইতিমধ্যে এই অংশের শুটিং শেষও হয়েছে।
দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।
সিনেমাটিতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর ছাড়া আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, এফএস নাঈম, ডা: এজাজ, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ। সব কাজ শেষ করে চলতি সপ্তাহেই তাণ্ডব সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলেও জানা গেছে। এরপর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তাণ্ডব’।