২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা (TAAD) এর প্রথম সাধারণ সভা। শুক্রবার বিকেল ৫টায় শুরু হওয়া এ সভায় অংশগ্রহণ করেন সংগঠনের রেজিস্ট্রেশনকৃত ১৭০ জন সদস্যের মধ্যে ৮০ জন। তাদের সক্রিয় মতামতের ভিত্তিতে TAAD এর ১৩ সদস্যের একটি এক্সিকিউটিভ কমিটি অনুমোদন করা হয়, যা ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এক্সিকিউটিভ কমিটির নেতৃত্ব TAAD এর প্রথম কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন আইরিন পারভীন লোপা। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ সুমন।
এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সেক্রেটারি অর্গানাইজেশন: তৌফিকুল ইসলাম ইমন
ট্রেজারার: শামীম সাগর
সেক্রেটারি অফিস: আসাদুল ইসলাম
সেক্রেটারি কমিউনিকেশন: নাজনীন হাসান চুমকি
সেক্রেটারি ইভেন্ট: অপু শহীদ
সেক্রেটারি ওয়েলফেয়ার: কাজী রোকসানা রুমা
সেক্রেটারি ক্লাব: এ কে আজাদ সেতু
এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন অম্লান বিশ্বাস, রেজা আরিফ ও সঞ্জিতা শারমীন পিয়া।
TAAD এর মূল উদ্দেশ্য হলো ঢাকা মহানগরীর থিয়েটার শিল্পীদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং তাদের শৈল্পিক দক্ষতার উন্নয়নে ভূমিকা রাখা। এ সংগঠন মঞ্চে ও নেপথ্যে কাজ করা নাট্যশিল্পীদের কল্যাণে নিবেদিত। সংগঠনের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:
- নাট্যশিল্পীদের অধিকার ও স্বার্থ রক্ষা।
- শিল্পীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন।
- শৈল্পিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা।