Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত তিন বাংলাদেশি ছবি

২০২৫ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হওয়ার জন্য মনোনীত হয়েছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র দ্য টেস্ট অফ হানি; সাথে ফরগেট-মি-নট এবং দ্য রিবার্থ অফ বাংলাদেশ। 

ফরগেট মি নট পোস্টার

জানা যায়, ইতালীতে অনুষ্ঠিত হওয়া ২০তম ‘টারনি ফিল্ম ফেস্টিভাল ২০২৪’ এ প্রায় ৩ হাজার শর্টফিল্মের সাথে প্রতিযোগিতা করে ‘বেস্ট ডকুমেন্টারি ফিল্ম অ্যাওয়ার্ড’ পায় মোহাম্মদ রকিবুল হাসান, এবং ফাবেহা মনির পরিচালিত শর্টফিল্ম ‘দ্য টেস্ট অফ হানি’। এই সিনেমাটিই এবার প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সাথে আছে ফরগেট-মি-নট এবং দ্য রিবার্থ অফ বাংলাদেশ।

দ্য রি-বার্থ অব বাংলাদেশ পোস্টার

এছাড়াও সিনেমাটি যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘অ্যাক্টিভিস্টস উইদাউট বর্ডারস ফিল্ম ফেস্টিভালে’ সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পায়।

প্রসঙ্গত, এবারের ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে।

এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’ মেহেদী রনির ‘এখানে নোঙর’ ধ্রুব হাসানের ‘ফাতিমা’ নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’ ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’ বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।

প্রসঙ্গত, এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। অনুষ্ঠানটি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার নাটকের প্রযোজনা করবে কণ্ঠশিল্পী পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি শুরু করেছেন ছোটপর্দায় অভিনয়। অভিনয় ও গানের বাইরে এবার…

আসছে র‍্যাপার হান্নানের প্রথম একক অ্যালবাম

২৪ শে’র জুলাই গণ অভ্যুত্থানে ‘আওয়াজ উডা’ গানের মাধ্যমে আলোচনায় আসেন র‍্যাপার হান্নান ওরফে হান্নান হোসাইন…
0
Share