Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

‘ডেডবডি’ সিনেমার প্রচারণায় রোড শো 

‘ডেডবডি’ সিনেমার প্রচারণায় রোড শো | ছবি: গুগল

গেলো ঈদুল ফিতরে অন্যান্য সিনেমার সাথেই মুক্তি পাওয়ার কথা ছিল ভৌতিক ধরানার গল্পে নির্মিত সিনেমা ‘ডেডবডি’। কিন্তু শেষ মুহূর্তে তা আর হয়নি। অবশেষে ৩ মে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। এই সিনেমার মুক্তি সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে এবার হলো বিশেষ একটি রোড শো।

২৯ এপ্রিল ‘ডেডবডি’ সিনেমার কলাকুশলীরা মোটরসাইকেল ও পিকঅ্যাপ ভ্যান নিয়ে সিনেমাটি প্রচার করতে রোড শো করেছেন। পাশাপাশি তারা সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।

প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও মাইক্রো নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামলী সিনেমা হল হয়ে মিরপুর সনি স্কয়ারে গিয়ে তা শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন নির্মাতা ইকবাল, অভিনেতা ওমর সানী ও সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।

অভিনেতা ওমর সানী জানান, ‘এ পর্যন্ত প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে ‘ডেডবডি’-র মাধ্যমে এবারই প্রথম এমন চরিত্রে কাজ করেছি। বাংলা সিনেমাপ্রেমীদের সিনেমাটি হলে এসে দেখার জন্য অনুরোধ রইলো।’

নির্মাতা-প্রযোজক ইকবাল জানান, ‘সিনেমাটি ভুল সময়ে মুক্তি দিতে চাইনি বলে ঐ সময় সরে এসেছি। কেননা, এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি দেয়া হুমকি। আবার আমাদের পর্যাপ্ত পরিমাণ হলও নেই। তাই আগামী ৩ মে প্রেক্ষাগৃহে ‘ডেডবডি’ আসছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো সিনেমাটি।’

উল্লেখ্য যে, ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও আছেন মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফের মা হচ্ছেন সানা খান

ভক্তদের দারুণ এক সুখবর দিলেন ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করা সানা খান। প্রথম সন্তান জন্মের দেড় বছরের…

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের স্রষ্টা

২২ নভেম্বর দিবাগত রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের…

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন-আফসানা মিমি

দেশীর কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্পে নির্মাতা মানসমুকুল পালের পরিচালনায় একসাথে পর্দায় দেখা যাবে মিঠুন…
0
Share