সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এখনো উত্তাল কলকাতা। শোবিজের তারকারাও যে যার মত চালিয়ে যাচ্ছেন তাদের প্রতিবাদ। কিন্তু এই ইস্যুতে যে তারকা নীরব ভূমিকা পালন করছেন, তাকে নিয়ে তো কটাক্ষ করা হচ্ছেই। অনেক তারকা আবার প্রতিবাদ করেও শিকার হচ্ছেন কটাক্ষের। বিষয়টি কষ্ট দিয়েছে সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের তথ্যানুযায়ী, বাঙালিদের এমন রূপ নাকি চেনা ছিল না নচিকেতার। নতুনভাবে তিনি বাঙালিদের চিনতে পেরেছেন সম্প্রতি ট্রলের শিকার হয়ে।
মূলত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেইনি চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন নচিকেতা। ‘মা তুমি এসো না’ শিরোনামের নিজের লেখা একটি কবিতা পাঠ করেন তিনি। কবিতাটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই তিনি ট্রলের শিকার হন।
গায়ক যোগ করেন, ‘৩১ বছর যে বাঙালির জন্য নিজেকে সঁপে দিলাম, সেই বাঙালিই আজ আমাকে ট্রল করছে! আমি সত্যিই দুঃখ পেয়েছি।’
দুঃখ প্রকাশ করা ছাড়াও বিষয়টি নিয়ে নচিকেতা আরও বলেন, আরজি করের ঘটনার পর ২০ দিন অতিক্রম হয়ে গেছে। বিপরীতে প্রতিবাদ আন্দোলনে রাজনীতি ক্রমশ অন্য দিকে ডানা মেলছে।
ফলে তিনি মনে করেন, এই মুহূর্তে সাধারণ মানুষের দৃষ্টি আরজি কর থেকে সরানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে। সকলকে দিগভ্রষ্ট না হতে পরামর্শ দিয়েছেন নচিকেতা।