‘দ্য ইরাস ট্যুর’-এর মাধ্যমে সব রেকর্ড ভেঙে দিয়ে অন্য মাত্রার সফলতা অর্জন করেছেন পপ তারকা টেলর সুইফট। এর ধারাবাহিকতায় মিউজিক্যাল সফরটি সিনেমার মাধ্যমে পর্দায় আবির্ভাবের পর সিনেমাটিও বিশ্বব্যাপী সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এবার টেলরের সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত করে এটি বক্স অফিসেও অতিক্রম করলো একটি নতুন মাইলফলক।
কনসার্ট ফিল্মটি বিশ্বব্যাপী আয় করেছে ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি। যার মধ্যে ১৭৮.২ মিলিয়ন দেশীয় বক্স অফিস থেকে এবং ৭১.৮ মিলিয়ন আন্তর্জাতিকভাবে আয় করেছে। ফিল্মটি আয়ের এই রেকর্ড গড়েছে মুক্তির প্রায় সাত সপ্তাহে। ফলশ্রুতিতে সিনেমাটি চলতি বছর বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ১৯তম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে।
প্রসঙ্গত, মুক্তির প্রথম সপ্তাহে ‘দ্য ইরাস ট্যুর’ ছাড়িয়ে যায় জাস্টিন বিবারের ২০১১ সালের ‘জাস্টিন বিবার: নেভার সে নেভার’ কে (৭৩ মিলিয়ন) ঘরোয়া বক্স অফিসের ইতিহাসে সর্বাধিক উপার্জনকারী কনসার্ট ফিল্মের ক্যাটাগরীতে। বর্তমানে বিশ্বব্যাপী সর্বাধিক আয় করা কনসার্ট হিসেবে টেলরের কনসার্টকেই ধরা হয়।
তবে কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের ২০০৯ সালের ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’ ফিল্মটি আয় করেছিল ২৬১ মিলিয়ন ডলার। ঐ হিসেবে মাইকেলের কনসার্টটিই তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে। যদিও ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মাইকেলের সেই রেকর্ড ছাড়িয়ে যাবে টেলর সুইফট।
সূত্র : ভ্যারাইটি